দুটি চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

নগরীতে একই ভবনের নিচ থেকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) তিন কর্মীর চুরি হওয়া তিনটি মোটরসাইকেলের মধ্যে দুইটি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। পুলিশ জানিয়েছে, নগরী থেকে চুরি করে মোটরসাইকেলগুলো বিক্রির জন্য কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। গতকাল বৃহস্পতিবার ভোরে চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পাশাপাশি মোটরসাইকেল উদ্ধার করে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তার তিনজন হল- এনামুল হক ডালিম (৪৪), জিয়বুল করিম (২৪) এবং জসিম উদ্দিন (২৩)। তিনজনের বাড়ি কক্সবাজার জেলায় হলেও থাকেন নগরীর বন্দর থানা এলাকায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান আজাদীকে জানান, গত মঙ্গলবার রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টার মধ্যে বন্দর থানার দুই নম্বর মাইলের মাথা এলাকায় গাউছিয়া টাওয়ারের নিচ থেকে পার্কিং করা মোটরসাইকেল তিনটি চুরি হয়। একটি এনজিওর তিন কর্মীর মোটরসাইকেলগুলো চুরির ঘটনায় গত বুধবার ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বাদী হয়ে মামলা দায়ের করেন। এর আগেই পুলিশ ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ শুরু করে।

তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে আমরা দেখতে পাই, চারজন ব্যক্তি মোটরসাইকেলগুলো নিয়ে মাইলের মাথা থেকে শাহ আমানত সেতু এলাকায় যায়। সেতু অতিক্রম করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে মোটর সাইকেলগুলো এগিয়ে যেতে দেখা যায়। তখন আমরা সংশ্লিষ্ট থানা ও তল্লাশি চৌকিগুলোকে বিষয়টি অবহিত করি। কিন্তু দিনভর নজরদারির পরও মহাসড়কে আর সেগুলোর হদিস মেলেনি।
অভিযানে অংশ নেওয়া বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর মজুমদার বলেন, আমরা তথ্য পাই যে, বৃহস্পতিবার ভোরে মোটরসাইকেলগুলো মহাসড়ক দিয়ে কক্সবাজারের চকরিয়ায় বিক্রির জন্য নেওয়া হবে। আমরা মহাসড়কে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেই। ভোরে গাছবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে দিয়ে তিনটি মোটরসাইকেল অতিক্রম করতে দেখা যায়। চন্দনাইশ থানা পুলিশের সহযোগিতায় আমরা দুটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করি। তবে একটি মোটরসাইকেল নিয়ে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
ওসি মাহফুজুর রহমান জানান, তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে তৃতীয় মোটরসাইকেল উদ্ধারে চকরিয়া উপজেলার ভেওলা ইউনিয়ন এলাকায় অভিযান চালানো হয়। তবে মোটরসাইকেল ও চোরের হদিস মেলেনি। মোটরসাইকেলটির অবস্থান কক্সবাজারের উখিয়া উপজেলায় জানতে পেরে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট শিক্ষার্থীর ব্যাগ থেকে মোবাইল নিয়ে দৌড়, যুবক আটক
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় টেক্সিচালক গ্রেপ্তার