দু’টি গেমসের জন্য প্রস্তুত হচ্ছেন বাংলাদেশের দ্রুততম মানব

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। যুক্তরাষ্ট্রের ওরিগনে দুর্ভাগ্য ভর করেছিল তার ওপর। ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নিশপের প্রথম রাউন্ডে জাতীয় রেকর্ড ভঙ্গ করে দ্বিতীয় রাউন্ড বা মূল হিটে কোয়ালিফাই করলেও সেখানে দৌড়াতে পারেননি তিনি। ওয়ার্ম আপের সময় কুঁচকিতে টান লাগলে ডাক্তারের পরামর্শে আর ট্র্যাকেই নামেননি ইমরানুর। কুঁচকিতে টান নিয়ে দৌঁড়ালে বড় ইনজুরিতে পড়তে পারতেন ইমরানুর। সেটা হলে তার অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়তো কমনওয়েলথ ও ইসলামী সলিডারিটি গেমসে। যুক্তরাষ্ট্র থেকে লন্ডন ফিরে ইমরানুর এখন প্রস্তুতি নিচ্ছেন সামনের ঐ দুটি গেমসের জন্য। ২৮ জুলাই যুক্তরাজ্যের বার্মিংহামে শুরু হবে কমনওয়েলথ গেমস এবং ৯ আগস্ট তুরস্কের কনিয়ায় শুরু হবে ইসলামী সলিডারিটি গেমস। এই দুটি গেমসে বাংলাদেশের ৭ জন অ্যাথলেট অংশ নেবেন। এর মধ্যে ইমরানুর রহমান ও হাই জাম্পার উম্মে হাফসা রুমকী থাকছেন দুই গেমসেই। কমনওয়েলথ গেমসের অন্য তিন অ্যাথলেট হচ্ছেন দেশের দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান, হাই জাম্পার মাহফুজুর রহমান ও রকিবুল হাসান। ইসলামী সলিডারিটি গেমসে ইমরানুর রহমান ও রুমকীর সঙ্গে থাকবেন হাই জাম্পার রিতু আক্তার।
জানুয়ারিতে নিজের করা জাতীয় রেকর্ড ভাঙ্গা ইমরানুর রহমান সামনের দুটি গেমসে আরো ভাল টাইমিং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। লন্ডন থেকে ইমরানুর রহমান বলেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যে ইনজুরিতে পড়েছিলাম সেটা এখন অনেক ভাল অবস্থায়। অনেক ইমপ্রুভ হয়েছে। আগামী দুটি গেমসের জন্য প্রস্তুত হচ্ছি ইনশাআল্লাহ। আমি দুটি গেমসেই নিজের সেরাটা দিয়ে ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবো।’

পূর্ববর্তী নিবন্ধমৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন উপজেলায় মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধজ্ঞান নির্ভর সমাজ গঠনে কারিগরী শিক্ষার বিকল্প নেই