দুটি ওয়াশিং কারখানাকে ১৯ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১০:০৫ পূর্বাহ্ণ

অপরিশোধিত তরল বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণের দায়ে নগরের দুটি ওয়াশিং কারখানাকে ১৮ লাখ ৯৫ হাজার ১৬৮ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস গতকাল এ জরিমানা করেন।

দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘মক্কা ওয়াশিং ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড’কে ১৬ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা এবং ‘জেফার্স ওয়াশিং’ কারখানাকে দুই লাখ পাঁচ হাজার ৫৬৮ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক দৈনিক আজাদীকে বলেন, গত ২১ নভেম্বর প্রতিষ্ঠান দুটিতে সরেজমিন পরিদর্শন করা হয়। মক্কা ওয়াশিং ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লমিটেড এ ডায়িং, ওয়াশিং ও প্রিন্টিং কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে কারখানাটির উৎপাদন কার্যক্রম চালু অবস্থায় পাওয়া যায়, কিন্তু ইটিপি বন্ধ অবস্থায় পাওয়া যায়। কারখানাসৃষ্ট অপরিশোধিত তরল বর্জ্য কোনো ধরনের পরিশোধন ব্যতিত বাইপাস ড্রেনের মাধ্যমে নির্গমন করা হচ্ছিল।

বাইপাস ড্রেন হতে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয় এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগারের পরীক্ষা করা হয়। নমুনা বিশ্লেষণে বিভিন্ন প্যারামিটারগুলো পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী গ্রহণযোগ্য মানমাত্রার বাইরে পাওয়া যায়। পরবর্তীতে ১১ ডিসেম্বর পরিদর্শনকালেও কারখানাটির ইটিপি বন্ধ অবস্থায় পাওয়া যায়।

এছাড়া জেফার্স ওয়াশিং কারখানার ইটিপিও বন্ধ অবস্থায় পাওয়া যায়। দীর্ঘদিন ধরে ইটিপি অকার্যকর থাকার আলামত পাওয়া যায়। কারখানাসৃষ্ট তরল বর্জ্য যথাযথ প্রক্রিয়ায় পরিশোধন না করে পরিবেশে নির্গমনের আলামত পাওয়া যায়। সৃষ্ট তরল বর্জ্যের নমুনা সংগ্রহকরে করা পরীক্ষায়ও। গ্রহণযোগ্য মানমাত্রার বাইরে পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রেমে সাড়া না দেয়ায় ধর্ষণ’, লোহাগাড়ায় যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজাল দলিলে অর্পিত সম্পত্তি আত্মসাৎ চেষ্টা দুদকের চার্জশিট