অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন হালিশহরের মো. হাসান আলীর ছেলে মো. নাছির (৪২) এবং মৃত আইয়ুব আলীর ছেলে মো. ইমরান হোসেন (৫৮)। গতকাল রোববার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ সাড়ে ৪০ হাজার টাকা ও একটি সিএনজি টেক্সি উদ্ধার করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর রাতে একজন ব্যবসায়ী চান্দগাঁও রাস্তার মাথা থেকে তার বাড়ির উদ্দেশ্য একটি সিএনজি টেক্সিতে উঠেন। পরে সিএনজিতে রাখা তার ব্যাগটি না নিয়ে ভুলবশত নেমে পড়েন। পরে অনেক খোঁজাখুঁজির পর টেক্সির সন্ধান মিললেও গাড়িতে থাকা ব্যাগটি পাওয়া যায়নি। ওই ব্যাগে ব্যবসায়ীর নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও জমি সংক্রান্ত কিছু কাগজ ছিল। এ ঘটনায় ওই ব্যবসায়ী চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।