দুজন গ্রেপ্তার, দুটি টিপ ছোরা ও বাইক জব্দ

চা বিক্রেতা হত্যা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

নগরের কোতোয়ালী থানার লালদীঘি এলাকায় ভ্রাম্যমাণ চা বিক্রেতা ইসমাইল হোসেন হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। ধৃতরা হচ্ছেন আনোয়ারা উপজেলার শুয়া বাপের বাড়ি এলাকার বিনু বৈদ্যের ছেলে রুবেল বৈদ্য (৩১) ও পটিয়া উপজেলার দক্ষিণ রতননাথের ছেলে মালিয়ারা এলাকার রাজু নাথ (৩৮)। গত শনিবার সন্ধ্যায় মেরিনার্স সড়কের ইয়াকুবনগর লইট্টাঘাটা শাহজালাল ইবাদতখানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি টিপ ছোরা, একটি কালো রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ২৮ নভেম্বর রাতে ইসমাইল সাইকেল চালিয়ে লালদীঘি এলাকা থেকে ফিরিঙ্গিবাজারের দিকে যাচ্ছিলেন। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালী মোড়মুখী সড়কে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা আক্তার ফারজানা বাদী হয়ে কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি রীতিমত অবান্তর : চবি উপ-উপাচার্য শামীম
পরবর্তী নিবন্ধসুদানে হতাহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ