দুছড়িতে আড়াই কোটি টাকার বিদ্যুৎ সংযোগসহ সাড়ে ১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। গতকাল শনিবার দুছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ এল এ প্রকল্প উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যুৎ দেব কথা দিয়েছিলাম এখন এনে দিয়েছি। সড়কের প্রয়োজন ছিল সড়ক দিয়েছি। শিক্ষার জন্যে হাইস্কুল সহ অনেক প্রতিষ্ঠান দিয়েছি। যা মূলত প্রধানমন্ত্রী দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ’র
সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শেখ সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার, পল্লী বিদ্যুৎ রামুর জিএম উজ্জ্বল বড়ুয়া, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, সদর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বাহদুর, নাইক্ষ্যংছড়ির ইউএনও সালমা ফেরদৌস, জেলা পরিষদ সদস্য ক্যনে ওয়ান চাকমা,
থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আহাদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা্ ও শামিমা আক্তার গুন্নু, আবু তাহের কোম্পানী,ডা. সিরাজুল হক, সদর ইউপি চেয়ারম্যার নুরুল আবছার ইমন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান ও তসলিম ইকবাল চৌধুরী। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস বলেন,পার্বত্য মন্ত্রী ২ কোটি ৭০ হাজার টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎ লাইনসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধনসহ শীতবস্ত্র বিতরণ,ইউএনডিপি কর্তৃক দেয়া ৩টি ধান মাড়াই মেশিন, ১২ টি গভীর নলকূপ, কৃষকদের মধ্যে ২০ টি স্প্রে মেশিন, মুজিববর্ষের ১২ টি ঘর, ১২টি ছাগল ও সেলাই মেশিন বিতরণ করেন।