দুই হাজার মানুষকে চিকিৎসাসেবা দিলেন ডাঃ এটিএম রেজাউল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ও চিকিৎসক ডাঃ এটিএম রেজাউল করিমের উদ্যোগে আবারও দুই হাজার মানুষের মাঝে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার উত্তর পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, শিশু, হৃদরোগ, অর্থোপেডিক্স, বাতব্যথা, চক্ষু ও ডেন্টালসহ বিভিন্ন বিভাগের ২৭জন বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা দেন। এতে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ পেয়ে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।

সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডাঃ এটিএম রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন আলমশাহপাড়া কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ আ..ম শামসুল আলম, অধ্যাপক জসীম উদ্দীন, আমজাদ হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ রেজাউল করিম বলেন, রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমার অঙ্গীকার। মানবিকতার এই পথ চলা অব্যাহত থাকবে।” উল্লেখ্য, ডিসেম্বর মাসে রাঙ্গুনিয়ার তিনটি ইউনিয়নে মোট ৮ হাজারেরও বেশি মানুষকে ফ্রি চিকিৎসা সেবার আওতায় আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর
পরবর্তী নিবন্ধজিইসি মোড়ে গোল্ডেন গেইট ইংলিশ স্কুলের যাত্রা শুরু