দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়পত্রে সমর্থক ভোটারদের স্বাক্ষরে গরমিল হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে এ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়ন বাতিল হওয়া দুই স্বতন্ত্র প্রার্থী হলেন মোহাম্মদ আরমান আলী ও মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া।

বাতিলকৃত দুই স্বতন্ত্র প্রার্থীর জমা দেওয়া মনোনয়ন পত্রে সমর্থন সূচক এক শতাংশ ভোটারের স্বাক্ষরের মিল পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ছিল। ৬ প্রার্থীর মধ্যে ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের আপিলের সুযোগ রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৪ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। নির্বাচনে ইভিএম ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ১৩ জুলাই প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে মাঠে গড়াবে ভোটের লড়াই।

চট্টগ্রাম১০ আসনের উপ নির্বাচনে মোট ১৫৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৯৩৮জন এবং মহিলা ভোটার সংখ্যার ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবিয়েবহির্ভূত সম্পর্ক নিয়ে ‘ব্ল্যাকমেইল’ ক্ষুব্ধ হয়ে কাভার্ডভ্যান চালককে খুন