চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ভুয়া অভিযোগে সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল ইসলাম ও মহিলা কাউন্সিলর ফারহানা জাবেদকে গ্রেপ্তার করে সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
বিবৃতিতে তাঁরা ২৪নং উত্তর আগ্রাবাদের সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাবেদ নজরুল ইসলাম ও ২৩, ২৪, ১২ সংরক্ষিত ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর ফারহানা জাবেদের বিরুদ্ধে কোন মামলা ছাড়া তাদের ঘরে তল্লাশি করায় উদ্বেগ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, আমরা মানুষকে সেবা দিচ্ছি। করোনাকালে আমাদের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত ও হীনস্বার্থ চরিতার্থ করতে এই দুইজন সাবেক কাউন্সিলরকে হেয় প্রতিপন্ন করে মামলা ছাড়া থানায় আটকে রাখা হয়। কার ইন্ধনে এবং কিভাবে এ ধরনের ঘৃণ্য অপকর্ম চালানো হলো তা খতিয়ে দেখার আহ্বান জানান নেতৃবৃন্দ। তাঁরা বলেন, প্রশাসনের কিছু অনভিজ্ঞ ও দায়িত্বহীন ব্যক্তি সরকারের উজ্জ্বল ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছেন। নগর আওয়ামী লীগের পক্ষ থেকে এধরনের কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানেরও দাবি জানান নেতৃবৃন্দ।
প্রসঙ্গক্রমে নেতৃবৃন্দ বলেন, যারা সন্ত্রাসী ও অপকর্মে লিপ্ত তারা গ্রেপ্তার হওয়ার পরও কিভাবে জামিনে মুক্ত হয়ে আগের মত দুরাচারে লিপ্ত রয়েছে, তাও খতিয়ে দেখতে হবে। নেতৃবৃন্দ বলেন, করোনাকালে মানুষের জীবনরক্ষায় নগর আওয়ামীলীগ যেভাবে সাড়া দিয়েছে তার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ও দলীয় কর্মসূচিসমূহ পালনেও গুরুত্বারোপ করা হয়।