দুই সন্তানের সামনেই ট্রাকে পিষ্ট হলেন মা

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী ইজিবাইকের (টমটম) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই সন্তানের মা ঝুমুর বেগম (৩০)। গাড়িতে তার সঙ্গে ছিল দুই সন্তানও। তারা অক্ষত রয়েছে। তবে এ সময় আহত হন আরও কয়েকজন যাত্রী।

গতকাল শুক্রবার দুপুরের দিকে চিরিঙ্গামানিকপুর সড়কের পুলেরছড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ঝুমুর বেগম উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার কামাল উদ্দিনের স্ত্রী।

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবউদ্দিন বলেন, চিরিঙ্গা থেকে টমটম যোগে দুপুরে বাপের বাড়ি যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন ঝুমুর বেগম। চোখের সামনে মাকে পিষ্ট হতে দেখল তার দুই সন্তান। মমতাময়ী মাকে হারিয়ে অবুঝ দুই শিশুর কান্না থামছেই না।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি ধরতে পুলিশ চেষ্টা করছে।

পূর্ববর্তী নিবন্ধমনোনয়ন ফরমসহ সকল নির্বাচনী সামগ্রী চট্টগ্রাম আসছে আজ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে পাহাড় কেটে মাটির ব্যবসা