দুই সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এমপি মোতালেবের

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদের আরও ১২টি কমিটি গঠন করা হয়েছে। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিতে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ কমিটিগুলো গঠন করা হয়।

এসব সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোতালেব এমপি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি :
কমিটির সভাপতি হিসেবে আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সদস্যরা হলেন দীপঙ্কর তালুকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, শেখ আফিল উদ্দিন, পঙ্কজ দেবনাথ, আব্দুল মোতালেব, মো. মইনুদ্দিন ও মাহমুদুল হক সায়েম।

এছাড়াও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে আছেন ইমরান আহমেদ। সদস্যরা হলেন মহিবুর রহমান মানিক, আব্দুল মোতালেব, মহিউদ্দিন আহমেদ, নিজাম উদ্দিন হাজারী, মাজহারুল ইসলাম, আবুল কালাম আজাদ ও সিরাজুল ইসলাম মোল্লা।

দুই সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুঠোফোনে আব্দুল মোতালেব এমপি দৈনিক আজাদীকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কোন ভাষা আমার জানা নেই। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহনমুলক নির্বাচনের আয়োজন করেছেন বলেই চট্টগ্রাম-১৫ আসনের ভোটাররা আমাকে নির্বাচিত করার সুযোগ পেয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দুই সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করে সম্মানিত করেছেন, আমি উনার কাছে কৃতজ্ঞ। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি পর্যন্ত পথ পাড়ি দিয়েছি।

মোতালেব বলেন, বঙ্গবন্ধুর দেশপ্রেম এবং দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যার করা কাজগুলো দেখে অনুপ্রানিত হয়ে আমিও মানুষের জন্য কাজ করে আসছি। এখন জননেত্রী শেখ হাসিনা আমাকে মানুষের জন্য কাজ করার অনেকগুলো রাস্তা করে দিয়েছেন, এমপি বানিয়েছেন, দুই সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বানিয়েছেন, এখন আমার কাজ হলো মাননীয় প্রধানমন্ত্রীর এই আস্থার প্রতিদান দিতে সচেষ্ট থেকে মানুষের জন্য কাজ করা। আমি আমার এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি উনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করে এই সম্মানের অংশীদার হওয়ার সুযোগ করে দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে যুবলীগের বিভিন্ন পদে বিতর্কিতরা, ৫ জনের পদত্যাগ
পরবর্তী নিবন্ধআরএসআরএম’র মাকসুদসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা