দুই শতদলের লড়াইয়ে সিনিয়রদের জয়

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বে দুই শতদলের লড়াইয়ে সিনিয়রদের জয় হয়েছে। গতকাল মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় শতদল ক্লাব ৮ উইকেটে শতদল ক্লাব জুনিয়র দলকে পরাজিত করে। সুপার ফোর পর্বে শতদল ক্লাব ১টিতে জয় ,১টিতে পরাজিত হয়েছে। অন্যদিকে শতদল জুনিয়র তাদের দুটি খেলাতেই পরাজিত হয়েছে। গতকাল টসে জিতে শতদল জুনিয়রদের প্রথমে ব্যাট করতে পাঠায়। শতদল জুনিয়র ৩৮.৫ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে হাসান রাজা ১৮, ইয়াসির আরাফাত ২১,কাওসার মাহমুদ ২২, সাইফুল ইসলাম ১১,এস এম শাহেদ অপরাজিত ১৮ রান করেন। অতিরিক্ত রান হয় ২১। শতদল ক্লাবের সাখাতুল ইসলাম ৩৩ রানে ৪টি উইকেট দখল করেন। মো. হান্নান ২টি উইকেট পান। জবাবে সিনিয়র শতদল ১১.৩ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৩০ তুলে নেয়। ওপেনার বোরহানউদ্দিন ৪০ রানে অপরাজিত থাকেন। এছাড়া মাশুরুক উদ্দিন ২৪,মো. হান্নান ৩০ এবং ইরফাতুল ইসলাম অপরাজিত ২৫ রান করেন। অতিরিক্ত রান হয় ১১। শতদল জুনিয়রের সাইফুল ইসলাম ১৭ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সুখবিলাস প্ল্যানটেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৬ ক্রিকেটে চট্টগ্রাম গ্রুপ চ্যাম্পিয়ন