দুই যুগ পর সাজা, আসামি এখনো পলাতক

রাঙামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

গতকাল বুধবার দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি উচাইলা মার্মা জেলার কাউখালী উপজেলার বড়তলী পাড়ার চাই থোয়াই অং মার্মার ছেলে। ২০০১ সালের এ হত্যাকাণ্ডের ঘটনার দুই যুগ পর আসামি সাজা পেলেও বর্তমানে পলাতক রয়েছে।

জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে আসামি উচাইলা মার্মা তার স্ত্রী নাইচাইউ মারমাকে ধারালো দা দিয়ে গলার বাম পাশে কুপিয়ে কণ্ঠনালী জখম করে হত্যা করে। ঘটনার দিনই নিহত নাইচাইউ মারমার ভাই উষা থোয়াই মারমা হত্যা মামলা দায়ের করেন।

আসামি উচাইলা মার্মা ও নিহত নাইচাইউ মারমা দম্পতির দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে। ২০০১ সালের এ হত্যাকাণ্ডের ঘটনার ১৫ বছর আগে বটতলী পাড়ার উচাইলা মারমার সঙ্গে নাইচাইউ মারমার বিয়ে হয়। কিন্তু পরবর্তীতে দাম্পত্যকলহের জেরে খুন হন নাইচাইউ মারমা। হত্যাকাণ্ডের প্রায় ১০ বছর পর ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং ২০১২ সালের ২৯ মার্চ আসামি জামিনে কারামুক্ত হন।

কারামুক্তির পর ৩৪ বার আদালতে হাজিরা দিলেও পরবর্তীতে আত্মগোপনে যায় আসামি। সাজা হওয়ার দিনও আসামি পলাতক ছিল। রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, হত্যাকাণ্ডের দুই যুগ পর আসামির সাজা হলো। ২০১২ সালে আসামি জামিনে বের হলেও পরবর্তীতে ৩৪ বার আদালতে হাজিরা দেওয়ার পর পলাতক আছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপাকিস্তানি ব্যাটারদের কড়া সমালোচনায় শোয়েব আখতার