দুই যুগ পর ধানের শীষে ভোট চেয়ে মাঠে নামলেন ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি২৯৮ আসনের বিএনপি ঘোষিত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী মাঠে নামলেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী জেলার মানিকছড়ি উপজেলায় ছয়টি পথসভায় যোগ দেন তিনি।

সবশেষ ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নম্বর পার্বত্য খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষে নির্বাচন করেন বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া। এরপর ২০০৮ এর নির্বাচনে সমীরণ দেওয়ান, ২০১৮ এর নির্বাচনে শহীদুল ইসলাম ধানের শীষ প্রতীকে খাগড়াছড়িতে ভোট করেন। তবে ২০১৪ ও ২০২৪ এর নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় সঙ্গত কারণেই বিএনপির হয়ে কেউই ভোট করেননি। দীর্ঘ দুই যুগ পর আবারও ধানের শীষ প্রতীকে নিজের জন্য ভোটের মাঠে নামলেন ওয়াদুদ ভূঁইয়া। মানিকছড়ির পথসভায় ওয়াদুদ ভূঁইয়া বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। অতীতে দেশের মানুষ শোষণ ও নিপীড়নের শিকার হয়েছিল, কিন্তু এখন তারা মুক্তভাবে কথা বলতে পারছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পালাতে বাধ্য হয়েছে, আমরা ফিরে পেয়েছি বাকস্বাধীনতা।

পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু এবং মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব। পথসভায় ওয়াদুদ ভূঁইয়ার স্ত্রী ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথীও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধতথ্য প্রযুক্তি নির্ভর যুগেও কারিগরি শিক্ষার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধবান্দরবান ডায়াবেটিস হাসপাতালের কার্যক্রম সমপ্রসারণের উদ্যোগ