দীর্ঘ দুই যুগ পর অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার বিকেলে উপজেলার বারইয়ারহাট রেলক্রসিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব–৭।
গ্রেপ্তার আসামির নাম মো. সাইফুল ইসলাম সেলিম (৪৮)। তিনি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার মৃত মোজ্জামেল হকের ছেলে ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি বিগত ২০ বছর বারইয়ারহাট পৌরসভার ৩নং ওয়ার্ডে বসবাস করছেন।
র্যাব–৭ এর সহকারী পরিচালক (জনসংযোগ) এ আর এম মোজাফফর হোসেন জানান, ২০০১ সালের ফেনী সদর থানায় অস্ত্র আইনের একটি মামলায় সেলিমের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছিল। দীর্ঘ ২৪ বছর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। বুধবার বিকেলে বারইয়ারহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।