দুই যুগে পদার্পণ করলো দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমীর নেতৃত্বে এগিয়ে চলা ব্যান্ডটি দুই যুগে বাংলা গানের ভাণ্ডারে যুক্ত করেছে অনেক জনপ্রিয় গান। স্বীকৃতিস্বরুপ মিলেছে দেশি–বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননাও। তারই ধারাবাহিকতায় সম্মাননা ও কনসার্টে নতুন বছরের পথচলা শুরু হলো।
গত ৩ জানুয়ারি সিলেটে কনসার্টের মধ্য দিয়ে বছর শুরু করা চিরকুট ৯ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসরে তৃতীয় বারের মতো সেরা ব্যান্ডের স্বীকৃতি ও সম্মাননা গ্রহণ করলো। আয়োজনে ২০২৫ সালে প্রকাশিত ব্যান্ডের ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামের ‘দামি’ গানটির জন্য সেরা ব্যান্ডের পুরস্কার পায়। পুরস্কারটি গ্রহণ করতে মঞ্চে পুরো দলকে নিয়ে উপস্থিত হন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা সুমী। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়া সুমী বলেন, ২০২৫ সালে ১০টি নতুন গান নিয়ে রিলিজ হওয়া আমাদের ‘ভালোবাসাসমগ্র’–অ্যালবামের ‘দামী’ গানটির জন্য সম্মান দেয়া হয়েছে আমাদের।












