দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয় বাংলাদেশের

নারী ‘এ’ দলের শ্রীলংকা সফর

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৩৭ পূর্বাহ্ণ

পরপর দুই ম্যাচে সহজ জয়ের পর তৃতীয়টিতে কঠিন পরীক্ষা দিতে হলো বাংলাদেশ নারী দল। তবে ব্যাটারদের ব্যর্থতার দিন দায়িত্ব নিলেন বোলাররা। অল্প পুঁজি নিয়েও তাই জয় নিয়ে মাঠ ছাড়তে পারল সফরকারীরা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে গতকাল রোববার সিরিজের তৃতীয় টিটোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। মাত্র ৯৭ রানের পুঁজি নিয়ে স্বাগতিকদের ৮৭ রানের বেশি করতে দেয়নি রাবেয়া খানের নেতৃত্বাধীন দল। নামে দল হলেও টিটোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে জাতীয় দলের সব ক্রিকেটার নিয়ে গেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজে অনুমেয়ভাবেই তারা প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে। বোলারদের সম্মিলিত নৈপুণ্যের দিন ২টি করে উইকেট নিয়েছেন রাবেয়া, মারুফা আক্তার, নাহিদা আক্তার। ব্যাট হাতে কেউ ত্রিশ রান করতে পারেননি। সর্বোচ্চ ২৬ রান আসে সাথি রানি বর্মনের ব্যাট থেকে। ২৫ রানে অপরাজিত থাকেন রিতু মনি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ইতিবাচক শুরুর আভাস দিয়েছিলেন দুই ওপেনার দিলারা আক্তার ও সাথি। তৃতীয় ওভারে রান আউট হয়ে ফিরেন ১০ বলে ১৩ রান করা দিলারা। উদ্বোধনী জুটিতে আসে ১৭ বলে ২৮ রান। বাংলাদেশ ইনিংসে এটিই সর্বোচ্চ জুটি। আর কোনো জুটিতে ২০ রানও আসেনি। ২১ বলের ইনিংসে ৪টি চার মারেন সাথি। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু নিগার সুলতানা এবং রিতু মনি। নিগার করেন ১৭ বলে ১২ রান আর রিতু ৩৩ বলে করেন অপরাজিত ২৫ রান। শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নেন মালশা শেহানি। এছাড়া নিমেশা মাদুশানির শিকার ২টি। মাত্র ৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। ত্রিশ রানের আগে আরও এক উইকেট হারায় তারা। কৌশিনি নুথিয়াঙ্গা ও নিলাকশানা সান্দামিনি প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু তারা পারেননি। দুজনের জুটিতে আসে ২৬ রান। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রি বোলিং এর সামনে দাড়াতেই পারেনি স্বাগতিক ব্যাটাররা। ফলে ২০ ওভারে ৮৭ রানে থামে স্বাগতিক শ্রীলংকা ‘এ’ দলের ইনিংস। দলের পক্ষে দুই অংকের ঘরে যেতে পেরেছেন তিনজন। তাদের মধ্যে নুথিয়াঙ্গা ২৩ ও সান্দামিনি করেন ২২ রান। এরপর আর তেমন কিছু করতে পারেনি তাদের কেউ। বাংলাদেশ নারী ‘এ’ দলের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন নাহিদা, মারুফা এবং রাবেয়া। একটি করে উইকেট নিয়েছেন সোলাতানা এবং ফাহিমা।

পূর্ববর্তী নিবন্ধবাফুফে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তরফদার রুহুল আমিন
পরবর্তী নিবন্ধতরুণদের আর্থিক অন্তর্ভুক্তিতে পুরস্কার পেল বাংলাদেশ ব্যাংক