সরাসরি লাল কার্ড দেখার শাস্তি শুনলেন লিওনেল মেসি। দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। গতকাল তার শাস্তির বিষয়টি নিশ্চিত হয়েছে। বার্সেলোনা অধিনায়কের এই শাস্তি প্রযোজ্য হবে লা লিগা ও কোপা দেল রে’তে। দুই ম্যাচের নিষেধাজ্ঞায় মেসি খেলতে পারবেন না বৃহস্পতিবার তৃতীয়-বিভাগের দল কর্নিয়ার বিপক্ষে কোপা দেল রের ম্যাচ। এছাড়া মিস করবেন পরের সপ্তাহে এলচের বিপক্ষে লিগ ম্যাচ।