কুষ্টিয়ায় প্রতিযোগিতা করে চালাতে গিয়ে দুই মোটরসাইকেল সড়কে আছড়ে পড়ে তিন যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন।
গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে বলে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান। নিহতরা হলেন কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২১), কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২২) ও মনোহর শেখের ছেলে রাহুল (২২)। খবর বিডিনিউজের। ওসি বলেন, গুরুতর আহত শহরতলীর চেড়হাস এলাকার বিপ্লব (২০) নামের যুবককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। ওসি ইদ্রিস আলী জানান, রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ থেকে আসা দুটি মোটরসাইকেলে করে চার যুবক বেপরোয়া গতিতে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এসে একটি মোটরসাইকেলের সঙ্গে অপরটির ধাক্কা লেগে সড়কে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো একজন। এছাড়া আহত আরেক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে। মূলত প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এ ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।