দুই মেয়রসহ ৮২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

দোহাজারী পৌর নির্বাচন

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ৯:১৯ পূর্বাহ্ণ

দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে ২ জন মেয়র ও ৮০ জন কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। গতকাল সোমবার বেলা ১১টা থেকে উপজেলা সদরস্থ কাশেমমাহাবুব উচ্চ বিদ্যালয় হল রুমে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পেয়েই প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারণায়। দোহাজারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. লোকমান হাকিম ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মো. জায়নুল আলম। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানা যায়, এ নির্বাচনে মেয়র পদে এলডিপি, বিএনপি, জাতীয় পার্টি থেকে প্রার্থী দেয়ার কথা শোনা গেলেও শেষে দলীয় সিদ্ধান্ত মতে কোনো দল থেকেই প্রার্থী না দেয়ায় আওয়ামী লীগ প্রার্থীর মো. লোকমান হাকিমের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. জায়নুল আলম। এ অবস্থায় অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ প্রার্থী। তবে দোহাজারী পৌরসভায় ইসলামী ফ্রন্টের সমর্থন থাকায় নির্বাচনে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আশা করছেন ভোটাররা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, গতকাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী ১৭ জুলাই দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জনসহ মোট ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পূর্ববর্তী নিবন্ধসন্ধ্যার পর দাম পড়তির দিকে
পরবর্তী নিবন্ধজামায়াতের মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন