দুই মাসের মধ্যে নদী দখলমুক্ত করার কর্মপরিকল্পনা দিতে বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে অবহিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল শনিবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে বিশ্ব নদী দিবস ২০২৪ ও রিভার অ্যাওয়ার্ড ২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।
রিজওয়ানা হাসান বলেন, সকল বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়েছি; তারা আগামী দুই মাসের মধ্যে তাদের বিভাগে নদী দখলমুক্ত করার একটা কর্মপরিকল্পনা দেবে। আর প্রত্যেকটি জেলায় একটি করে নদীকে দখল ও দূষণমুক্ত করার একটা ব্যয়সাশ্রয়ী কর্মপরিকল্পনা দেবে। হাজার কোটি দিয়ে কাজ শুরু করার বাস্তবতা এই মুহূর্তে আমাদের কাছে নাই।
পানিসম্পদ উপদেষ্টা বলছেন, দেশের বেশিরভাগ নদীই দূষিত। আর ঢাকার নদীগুলোর দূষণ এমন পর্যায়ে গেছে যে, সেগুলোকে পরিষ্কার করেও পানি খাওয়ার উপায় নেই। যেটুকু সময় পাব সে সময়ের মধ্যে নদী দখল ও দূষণের বিস্তারিত নথিকরণ ও কাজ শুরু করে যাওয়ার প্রতিশ্রুতি দিতে চাই। আমাদের সময় তো জানি না, বলতেও পারি না। বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে পারব না। দূষণমুক্ত করার প্রক্রিয়া করতে পারব।
নদীর হেলথ কার্ড প্রচলনের চেষ্টা করা হচ্ছে বলে অনুষ্ঠানে তুলে ধরেন সৈয়দা রিজওয়ানা হাসান। নদীগুলোকে রক্ষা ও দখল হওয়া নদীকে পুনরুদ্ধার করতে আইনের কঠোর প্রয়োগ করা হবে, তখন জনগণকে তাদের পাশে থাকার অনুরোধও রেখেছেন তিনি। কঠিনভাবে আইন প্রয়োগ না করে এ দুর্বৃত্তায়নকে ভাঙা কোনভাবেই আমাদের পক্ষে সম্ভব হবে না। যে নদীটাকে দখল বা দূষণমুক্ত করা হবে তার প্রতি দুই কিলোমিটার পর পর স্থানীয় স্বেচ্ছাসেবক দেওয়া হবে।
অনুষ্ঠানে নদী নিয়ে কাজ করায় ব্যক্তি ক্যাটাগরিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, গবেষণা ক্যাটাগরিতে গবেষণা সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ ও সাংবাদিকতা ক্যাটাগরিতে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদকে মার্ক এঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৪ দেওয়া হয়। বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবারই প্রথম এ পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে।