দুই মাসেই বদলি কর্ণফুলীর ইউএনও, নতুন দায়িত্বে রুদ্র

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ১২:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারকে মাত্র দুই মাসের মাথায় বদলি করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুর উল্লাহ নুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নাছরীন আক্তারকে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ইউএনও সজীব কান্তি রুদ্রকে কর্ণফুলীতে পদায়ন করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জুন ইউএনও মাসুমা জান্নাতের স্থলাভিষিক্ত হয়ে কর্ণফুলীতে যোগ দেন নাছরীন আক্তার। দুই মাস না পেরোতেই সোমবার তাঁকে বদলি করা হলো।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বসতঘরে মিলল ৩০ লিটার চোলাই মদ, কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ডেঙ্গু কেড়ে নিল মাদ্রাসার ছাত্রের প্রাণ