দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও বাইক জব্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৪:৫৪ পূর্বাহ্ণ

নগরের কর্ণফুলী নতুন ব্রিজ এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ধৃতরা হচ্ছেন রাশেদুল ইসলাম (২৮) ও মহিবুর রহমান (২৮)। তাদের কাছ থেকে এক হাজার পিপস ইয়াবা ও একটি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে কর্ণফুলী থানাধীন নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাশেদ ও মহিবুরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গতকাল কর্ণফুলী থানায় মামলা (নং২৬) রুজু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীমানা পুনর্নির্ধারণে পেশাদারত্বর সঙ্গে কাজ করার চেষ্টা করেছি : সিইসি
পরবর্তী নিবন্ধতুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত