দুই মাদক ব্যবসায়ী কারাগারে

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

বন্দরটিলা নেভি হাসপাতাল এলাকা থেকে ২৪শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকার ছৈয়দ আহম্মদের ছেলে মো. আজিজ (২৬) ও টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নুরুল মোস্তফা (২৫)।
এর আগে গত সোমবার বিকেল পৌনে ৬টার দিকে তাদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) বিভাগ। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের ইপিজেড থানায় সোপর্দ করা হয়। সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসুরক্ষা অ্যাপে মিলছে করোনা টিকার সনদ
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে বিলুপ্ত প্রজাতির বানর