দুই ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে সরল জয়ের নাম

| বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু স্যাটেলাইট১ এর নাম পরিবর্তনের পর দুটি ভূউপগ্রহ কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম সরিয়েছে সরকার। এর আগে গত সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট১ রাখার প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদনের বিষয়টি জানানো হয়েছিল। অনুমোদনের একদিন পর গতকাল নাম পরিবর্তন কার্যকর হওয়ার তথ্য দিল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)

গতকাল বিএসসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট১’ করা হয়েছে। এছাড়া গাজীপুর ও বেতবুনিয়ার ‘সজীব ওয়াজেদ ভূউপগ্রহ কেন্দ্র’ দুটির নাম পরিবর্তন করা হয়েছে।

এগুলো প্রতিষ্ঠাকালীন নাম ‘প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর’ ও ‘সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া’ করা হয়েছে। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যাটেলাইট ইন্ডাস্ট্রির আন্তর্জাতিক নিয়মনীতি মেনে এসব নাম পরিবর্তনের কার্যক্রম শুরু করেছে বিএসসিএল।

এখন থেকে স্যাটেলাইটের যাবতীয় কার্যক্রম নতুন নামে পরিচালিত হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইয়াং সিএন্ডএফ এজেন্টস্‌ সোসাইটির বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে চার আসামি গ্রেপ্তার