দুই ভাই বাঁচলেও আগুনে পুড়ে অঙ্গার অসুস্থ ফুফু

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতের খাওয়া শেষে পরিবার সদস্যরা ঘুমিয়ে পড়লে ভোররাতে আকষ্মিক অগ্নিকাণ্ডে পুরো বাড়ি ভস্মিভূত হয়। এ সময় দুই সহোদর বাড়ি থেকে বের হতে পারলেও ভেতরে আগুনে পুড়ে অঙ্গার হলেন তাদের অসুস্থ ফুফু। এ সময় অন্তত ১৫ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
গতকাল শুক্রবার ভোররাত পৌনে চারটার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বুড়িরপাড়া গ্রামের হেফাজতুল করিমের বসতবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে একান্নবর্তী পরিবারটির পুরো বসতবাড়িসহ অন্তত ১৫ লক্ষাধিক টাকার সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মারা যান দিলসাবা বেগম (৫৫) নামের এক নারী। তিনি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছিলেন। তাঁর স্বামীর নাম মৃত ফজল করিম। এ সময় প্রাণে বেঁচে ফেরেন মৃত নুরুল হুদার দুই পুত্র হেফাজতুল করিম (৩৩) ও মোহাম্মদ হানিফ (২৮)। ঘুমন্ত অবস্থায় অগ্নিকুণ্ড থেকে প্রাণে বেঁচে ফেরা হেফাজতুল করিম জানান, তাদের বাড়িটি চৌচালা টিনের ঘর। পারিবারিক কারণে তাদের পরিবারের অন্যান্য সদস্যরা চট্টগ্রামে অবস্থান করছিলেন। তবে বাড়িতে ছিলেন অসুস্থ ফুফু এবং তারা দুই ভাই। বৃহস্পতিবার দিবাগত রাতের খাবার খেয়ে তারা যার যার রুমে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোররাতে আগুনের তাপে ঘুম ভাঙলে হুড়োহুড়ি করে দুই ভাই বেরিয়ে গেলেও আগুনের ভেতর আটকা পড়েন অসুস্থ ফুফু দিলসাবা বেগম এবং তিনি আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা জানিয়েছেন, ভোররাতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। চকরিয়া থানা পুলিশ এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরস্বতী পূজা আজ
পরবর্তী নিবন্ধজাতীয় গ্রন্থাগার দিবস আজ