দুই বিস্কুট কারখানাকে ৮ লক্ষ টাকা জরিমানা

হালিশহর ও বায়েজিদে অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:৩১ অপরাহ্ণ

ওজনে কম, একটি পদের বিস্কুট তৈরির লাইসেন্স নিয়ে একাধিক পদের বিস্কুট তৈরি, নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার আইন না মানার অভিযোগে হালিশহর ও বায়েজিদের দুই বিস্কুট কারখানাকে ৮ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহের নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে বিএসটিআইর কর্মকর্তারাও অংশ নেন।
বিএসটিআই সূত্রে জানা গেছে, হালিশহরের রূপসা ফুড প্রোডাক্টসকে বিএসটিআইর লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় ১ লক্ষ টাকা, ওজন ও পরিমাপ আইনে ১ লক্ষ টাকা ও নিরাপদ খাদ্য আইনে ৩ লক্ষ টাকাসহ ৫ লক্ষ টাকা এবং বায়েজিদের প্যারামাউন্ট ফুড প্রোডাক্টসকে বিএসটিআইর লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় ১ লক্ষ টাকা, ওজন ও পরিমাপ আইনে দেড় লক্ষ টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকাসহ তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআইর সহকারী পরিচালক মোস্তাক আহমেদ, বিএসটিআই থেকে একটি বিস্কুটের লাইসেন্স নিয়ে একাধিক পদের পণ্য তৈরি, মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া পণ্যের মোড়কজাত করা, অননুমোদিত ওজনযন্ত্র ব্যবহার, ভোক্তা অধিকার আইন ও নিরাপদ খাদ্য আইন প্রতিপালনে গুরুত্ব না দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজন্মের কাছে জিয়া সাহসী বীর হিসেবে বেঁচে থাকবেন
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সন্দ্বীপে নৌবাহিনীর ত্রাণ বিতরণ