দুই বাসের সংঘর্ষ প্রাণ গেল সুপারভাইজারের

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে দুটি বাসের সংঘর্ষে এস এম বদরউদ্দিন বাবলু (৩০) নামে শ্যামলী পরিবহনের এক সুপারভাইজার নিহত হয়েছেন। তার বাড়ি ঢাকার শ্যামপুরে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের দুই যাত্রী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাঁশবাড়িয়া এলাকায় শ্যামলী পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে এসে তিশা পরিবহন বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে শ্যামলী বাসের ভেতরে দরজার পাশে দাঁড়িয়ে থাকা সুপারভাইজার ঘটনাস্থলে নিহত হন। এতে আরো দুই যাত্রী আহত হন। বাস দুইটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধজরুরি কথা আছে, দরজা খোলেন
পরবর্তী নিবন্ধআবর্জনা অপসারণের দাবিতে রাস্তায় নামল মানুষ