২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে নির্মাতা শবনম ফেরদৌসীর প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘আজব কারখানা’। উৎসবের ‘এশিয়ান সিলেক্ট : নেটপ্যাক অ্যাওয়ার্ড’ বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে এটি। ২০২২ সালের ৭-১৪ জানুয়ারি কলকাতার নন্দনে অনুষ্ঠিত হবে উপমহাদেশের সম্মানজনক এই উৎসব। এর পরপরই ‘আজব কারখানা’ বাংলাদেশে প্রথমবারের মতো প্রদর্শিত হবে ১৫-২৩ জানুয়ারি, ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরমা বিভাগে। এর আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটি।
জানা গেছে, ২০১৬-১৭ সালের বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হয়েছে এ ছবি। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সঙ্গে আছেন ঢাকাই র্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমি। এক ভিডিও বার্তায় পরমব্রত বলেন, ২০১৯ ও ২০২০ সাল মিলিয়ে কাজটি করেছিলাম। করতে গিয়ে দেখেছি, বাংলাদেশের লোকায়ত গান-বাজনার সম্ভার। তার সঙ্গে সম্যক পরিচয় আমার হয়েছে। এটা আমার জন্য বিশেষ পাওয়া। ছবিটি কলকাতা ও ঢাকা আন্তর্জাতিক উৎসবে আগামী মাসেই প্রদর্শিত হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সিনেমাটি দেখবেন।