দুই বন্ধুকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

অস্ত্রসহ গ্রেপ্তার এক

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সিএনজি টেঙিতে অস্ত্র রেখে দুই বন্ধুকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন তারেকুল ইসলাম (৩১) নামে এক যুবক। গত শনিবার রাতে বোয়ালখালী উপজেলা সদর থেকে সিএনজি টেক্সি তল্লাশি করে অস্ত্র উদ্ধারের পাশাপাশি ওই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার তারেকুল বোয়ালখালী উপজেলার বাসিন্দা। তার কাছ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে পাঁচটি ছোরা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি নুরুল আবছার জানান, তারেকুলের সঙ্গে তার বন্ধু তৈয়ব ও রিয়াজের বিরোধ আছে। তৈয়ব সিএনজি টেঙি চালান। শনিবার সন্ধ্যার দিকে তারেকুল তৈয়বকে ফোন করে টেঙি নিয়ে বায়েজিদ বোস্তামি এলাকায় যেতে বলেন। সেখান থেকে টেঙিতে উঠে রিয়াজকে নিয়ে তারা যান বোয়ালখালী উপজেলা সদরে। সেখানে পৌঁছে দুই বন্ধুকে পাঠান হোটেলে নাস্তা করতে। এর ফাঁকে অস্ত্রগুলো টেঙিতে রেখে দেন তিনি। তারা আবার নগরীর উদ্দেশে রওনা দেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব টেঙি থামিয়ে তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করে। এ সময় তারেকুলকে জিজ্ঞাসাবাদে দুই বন্ধুকে ফাঁসানোর পরিকল্পনার কথা স্বীকার করেন। এ ঘটনায় তারেকের বিরুদ্ধে বোয়ালখালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় তিন মাসে ১২০ গরু চুরি
পরবর্তী নিবন্ধঅগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু