দুই বছর পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:১৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে হারিয়ে যাওয়া ২ বছর পর মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধারের পর গত সোমবার মালিকের হাতে এটি হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, সাংবাদিক কামরুল ইসলাম দুলু কর্মস্থল থেকে সীতাকুণ্ডঅলংকার রোডে চলাচলকারী ৮নং বাসে করে বাড়ি ফেরার পথে ২০২০ সালের ২১ শে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার সময় স্মার্ট ফোনটি হারিয়ে ফেলেন। ওই দিনই তিনি সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মোবাইলটি বন্ধ থাকায় তখন সেটা উদ্ধার করা সম্ভব হয়নি। দুই বছর পর গত ২৯ জানুয়ারি আবার মোবাইল উদ্ধারে আবেদন করা হয় পিআইবি চট্টগ্রাম জেলা বরাবরে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসানের সহযোগিতায় উপপুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেন ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ১২ ঘণ্টার মধ্যে নগরীর পূর্ব মাদারবাড়ির এক নারীর কাছে ফোনের সন্ধান পান। ফোনটি ওই নারী রিয়াজউদ্দিন বাজারের একটি দোকান থেকে কম মূল্যে কিনেছিলেন। গত সোমবার সকালে ফোনটি সাংবাদিক কামরুল ইসলাম দুলুর হাতে হস্তান্তর করেন।

উপপুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেন জানান, প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া অনেক স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে। দুই বছরের বেশি সময় পরে হলেও হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধারের পর মালিককে ফেরত দেওয়া সম্ভব হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিবন্ধন অবৈধ রায় বিষয়ে আপিল প্রস্তুত করতে জামায়াতকে ২ মাস সময়
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৩০ শতক খাস জায়গা উদ্ধার