দীর্ঘ দুই বছর পর নতুন করে যেন প্রাণ ফিরে পেল চট্টগ্রামের সংস্কৃতি চর্চার চারণ ভূমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম। গত ১ সেপ্টেম্বর থেকে শিল্পকলা একাডেমি খুলে দেওয়া হলেও গতকাল শুক্রবার সন্ধ্যায় নাট্যদল প্রসিনিয়ামের পরিবেশিত নাটক সারারাত্তির মঞ্চায়নের মধ্য দিয়ে যেন জেগে উঠেছে শিল্পকলা প্রাঙ্গণ। আজ শনিবারও তাদের নাটক মঞ্চস্থ হবে। সারারাত্তি নাটকটি রচনা করেছেন বাদল সরকাল। নির্দেশনায় আছেন মোকাদ্দেম মোরশেদ। এছাড়া আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চালু হতে যাচ্ছে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের ক্লাস।
গতকাল সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ মুখরিত সংস্কৃতি কর্মীদের পদচারণায়। শিক্ষার্থীরাও এসেছে তাদের অভিভাবকদের সাথে। নাটক দেখার জন্য মিলনায়তন ভর্তি দর্শক। শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু আজাদীকে বলেন, দুইটি বছর সংস্কৃতি অঙ্গণে বন্ধ্যা সময় কেটেছে। এর মধ্যে সংস্কৃতি কর্মীদের কেউ বাড়ি চলে গেছে, মহড়া বন্ধ ছিল। এ দুঃসময় পুরোপুরি কেটে উঠতে আরও মাস দুয়েক সময় লাগবে। তবে এর মধ্যে চলতি মাসে আমরা বেশ কিছু বুকিং পেয়েছি। আগামী ১৭ তারিখ অরিন্দম নাট্য সম্প্রদায় তিন গুণী ব্যক্তির স্মরণে অনুষ্ঠান করবে। পরদিন একটি নাট্য দলের শো আছে। ২৪ তারিখও বুকিং আছে। আগামী মাসে বুকিং আরও বাড়বে বলে আশা করছি। আমরা সাংস্কৃতিক সংগঠন গুলোর গত দুই বছরের দুর্দশার কথা বিবেচনা করে সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন করেছি, হল ভাড়া বিনামূল্যে অথবা অর্ধেকমূল্যে করে দেওয়ার জন্য। চট্টগ্রামে স্পন্সর নেই তেমন। তার উপর গত দুই বছরের দুঃসময় বিবেচনা করে আমরা এ আবেদন করেছি। তিনি বলেন, ১৬ তারিখ থেকে শিল্পকলা একাডেমিতে ক্লাস শুরু হচ্ছে। তবে ক্লাস হবে সপ্তাহে একদিন। প্রসঙ্গত, শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার।