দুই বছর পর কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট চালু

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

দুই বছর পর কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট বিদ্যুৎ উৎপাদনে চালু করা হয়েছে। ২ নম্বর ইউনিট থেকে বর্তমানে পুরোদমে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে এখন সব গুলো ইউনিটই সচল রয়েছে বলে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে। তবে উৎপাদনে রাখা হয়েছে ২টি ইউনিট। শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকায় এবং কাপ্তাই লেকে পানির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকায় বিদ্যুৎ উৎপাদন সীমিত রাখা হয়েছে বলে সূত্রে জানা যায়। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে ৫টি জেনারেটর রয়েছে। এরমধ্যে ২ নম্বর জেনারেটরটি ওভারহোলিং ও রক্ষণাবেক্ষণের কাজে টানা দীর্ঘ দুই বছর বন্ধ ছিল। ২০১৯ সালের ডিসেম্বর মাসে ২ নম্বর ইউনিট বন্ধ করা হয়েছিল। গত ডিসেম্বর মাসে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হয়। সফলভাবে রক্ষণাবেক্ষণ কাজ সমাপ্তের পর ২ নম্বর ইউনিট কমিশনিং শুরু হয়। সফলতার সাথে কমিশনিংও সমাপ্ত হয়। বর্তমানে ২ নম্বর ইউনিট থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের ৪ নম্বর ইউনিটও এখন সচল রয়েছে। এই ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবাস ভাড়া বৃদ্ধির বৈঠক আজ লঞ্চের দরাদরি
পরবর্তী নিবন্ধ৬০ বছরের প্রতীক্ষার অবসান