দুই প্রতিষ্ঠান ও ১৪ ব্যক্তিকে সাড়ে চার লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণ ও ছাড়পত্রবিহীন কারখানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:০৮ পূর্বাহ্ণ

নগরীতে পাহাড় কাটা, তরল বর্জ্যে পরিবেশ দূষণ এবং পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে কারখানা পরিচালনার অভিযোগে ১৪ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী এ জরিমানার আদেশ দেন। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নগরীর বায়েজিদের ডেবার পাড় এলাকায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণের অভিযোগে মৃত ফজর আলীর ছেলে মোহাম্মদ নুরুল জামালকে দুই লাখ টাকা ও লিংক রোডের ছিন্নমূল গেইটের আবদুস সালামের ছেলে মো. নাসিরকে ৫০ হাজার টাকা, তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করায় সাগরিকা বিসিক শিল্প নগরীর রিভারেইন ফিস এন্ড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজকে ২৫ হাজার টাকা এবং এপেক্স ফুডস লিমিটেডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে পূর্ব বাকলিয়া বলির হাট ওয়াইজারপাড়া এলাকায় পরিবেশগত ছাড়পত্রবিহীন ফার্নিচার কারখানা পরিচালনার অভিযোগে মো. সালাউদ্দিন ও মো. মোস্তাফিজুর রহমানকে ২০ হাজার টাকা করে; মুন্সি মিয়াকে ১০ হাজার টাকা; মো. রুবেল, মো. আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম, ফারুক এবং সাইফুল আলমকে ৮ হাজার টাকা করে; মো. নয়ন, মো. আলী, মো. ইসমাইল এবং মো. ইলিয়াছকে ৭ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (সরকারের যুগ্ম সচিব) মো. নূরুল্লাহ নূরী দৈনিক আজাদীকে বলেন, সাগরিকায় তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করায় দুই প্রতিষ্ঠানকে, বায়েজিদে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের অভিযোগে ও বলির হাট এলাকায় পরিবেশগত ছাড়পত্র না নিয়ে কারখানা পরিচালনা করায় মোট ১৪ জনকে জরিমানা করা হয়। তন্মধ্যে একটি ফার্নিচার কারখানাকে তাদের কালো ধোঁয়া ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এরমধ্যে তারা বায়ু ও শব্দদূষণ সহনীয় মাত্রায় আনতে না পারলে তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআন্দরকিল্লা ওয়ার্ড গ-ইউনিট আওয়ামী লীগের অভিষেক
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সাংবাদিক পরিষদের দক্ষিণ জেলা সম্মেলন