নগরের বক্সিরহাট এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য ও মুড়ি উৎপাদন করায় একটি মুড়ি কারখানাসহ দুই প্রতিষ্ঠানকে দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ দৈনিক আজাদীকে জানান, অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে ‘তামুর ফুডস বেকারি অ্যান্ড কনফেকশনারীকে দুই লাখ টাকা এবং অস্বাস্থ্যকর, নোংরা ফ্লোরে মুড়ি ভাজাসহ চাল ও বাদাম মজুদের অপরাধে ‘শ্রী দুর্গা মুড়ি কারখানাকে ৮০ হাজার জরিমানা করা হয়।