রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বুড়ির বাপের বাড়ির দুটি ঘরে গত শনিবার দিবাগত রাতে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোর। ঘরে কেউ না থাকার সুযোগে চোর পানি খাওয়ার গ্লাসও রাখেনি বলে জানান ভুক্তভোগীরা।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, স্থানীয় কাজী মো. মাসুক ও তার ভাই কাজী আজিমের মালিকানাধীন দুটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। তারা চট্টগ্রাম নগরীর বাসায় থাকার সুবাদে গ্রামের ঘর দুটি তালাবদ্ধ ছিলো। তবে মাঝেমধ্যেই তারা গ্রামে এসে থাকেন। তাই ঘর দুটিতে সাংসারিক যাবতীয় সামগ্রী ছিলো। শনিবার রাতে তারা ঘরে না থাকার সুযোগে চোর তাদের সব নিয়ে যায়। ঘরের পেছনে জানালার গ্রিল কেটে প্রবেশ করে তারা। এরপর ছাদের পিসবোর্ড কেটে অপর ঘরে যায়। তারা কাজী মাসুকের ঘরের ৩টি ফ্যান, দুটি গ্যাস সিলিন্ডার, ১টি গ্যাসের চুলা, ৬টি কম্বল, ৩৫টি শাড়িসহ মূল্যবান কাপড়, একটি পানির মোটর, ওভেন, রাইস কুকার, হাড়ি পাতিলসহ সব নিয়ে যায়। অন্যদিকে কাজী আজিমের বসতঘর থেকে গ্যাস সিলিন্ডার, একটা পানির মোটর, একটি এলইডি টিভি, ফ্রিজের কমেপ্রসার, দুটি ফ্যান, হাড়িপাতিল, দা–চুরি, বটি, বিদেশি কাটারবোর্ডসহ সব চুরি করে চোর। ঘরের লাইট থেকে পানির গ্লাস কিছুই অবশিষ্ট রাখেনি। এমনকি বাথরুমের কমোডও তারা ভাঙচুর করে।
স্থানীয়রা জানান, গত দুই মাস আগেও পাশের বাড়ির কাজী মিজানুর রহমানের বসতঘরে একই কায়দায় চুরি হয়। এক মাস আগে নিয়ে যায় তাদের ঘরের সামনের টিউবওয়েলটিও। এভাবে এই এলাকায় ইদানিং চুরির ঘটনা ঘটেই চলছে বলে জানান স্থানীয়রা। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, চুরির ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে চুরির ঘটনা রোধে পুলিশি টহল জোরদারসহ জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।