নগরের ডবলমুরিংয়ে দুই নিরাপত্তা প্রহরীর মধ্যে মারামারিতে ওসমান গণি (৪০) নামের একজন আহত অবস্থায় মৃত্যুবরণ করেছে। ওসমান গণি কক্সবাজার জেলার মহেশখালীর তজু মিয়ার ছেলে। গত বুধবার (৫ জুলাই) গভীর রাতে দেওয়ানহাটের সরকারি খাদ্যগুদামে এ ঘটনা ঘটে। ডবলমুরিং থানা পুলিশ মো. জিয়া নামের অভিযুক্ত আরেক প্রহরীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার জিয়াউল লক্ষ্মীপুরের কমলনগর থানার চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহত ওসমান গনির স্ত্রী শাহিদা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন আজাদীকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে দুই প্রহরীর মধ্যে বুধবার রাতে কথা কাটাকাটি হয়। পরে তারা হাতাহাতি ও মারামারিতে জড়ায়। একজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, মারামারিতে জড়ানো জিয়া নামের একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গতকাল রাতে ওসমান গণি নামে এক নিরাপত্তা প্রহরীকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।