প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে নগরীর দুই নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গতকাল বিকেলে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, বিকেল পাঁচটার দিকে সাধারণ শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শ’খানেক পুলিশ ঘটনাস্থলে নিয়োজিত ছিল। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় প্রায় এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল। পরে তারা চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে– ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে; ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে, তবে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করে কোটা রাখা যেতে পারে; সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না; কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে; দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।