দুই নম্বর গেটে পরপর দুটি বিস্ফোরণ

পটকা বা বাজি ফাটিয়েছে দুষ্কৃতকারীরা : পুলিশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

নগরের দুই নম্বর গেট এলাকায় পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন পথচারী ও স্থানীয়রা। পুলিশের দাবি, পথচারী ও যাত্রীদের মধ্যে আতংক ছড়াতে দুষ্কৃতকারীরা পটকা বা বাজি ফাটিয়েছে। এতে কেউ হতাহত হননি। ফ্লাইওভার থেকে এ পটকা ছোড়া হয়। গতকাল রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে বিস্ফোরণের শব্দ শোনার পরপর ফ্লাইওভারের দুই পাশের ওঠানামার পথ বন্ধ করে তল্লাশি চৌকি বসায় পুলিশ। ফ্লাইওভারেও বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজাদীকে বলেন, ককটেল না, পটকা বা বাজি ফোটানো হয়। ২ নম্বর গেটে আমি ছিলাম। আওয়াজটা আমি নিজেই শুনেছি। এখানে কোনো হতাহত নেই, ককটেল হলে তো অবশ্যই হতাহত হতো। পাবলিককে আতংকিত করার জন্য দুষ্কৃতকারীরা এ পটকা ফাটিয়ে থাকতে পারে।

তিনি বলেন, আওয়াজ শোনার সাথে সাথে ফ্লাইওভারে ওঠানামার সব পথ বন্ধ করে দিই। আমাদের ফোর্স প্রত্যেকটা অংশে তল্লাশি করছে। আমি নিজেও দুই নম্বর গেট থেকে সানমার পর্যন্ত তল্লাশি করি। এখন পর্যন্ত কিছু পাইনি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় রেললাইনে গাছের ডাল ফেলে নাশকতার চেষ্টা
পরবর্তী নিবন্ধ১৩ লাখ রোহিঙ্গার জন্য সরকারের ‘নবান্ন উপহার’