নগরীর ২ নম্বর গেট মোড়ে গ্যাস লাইনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাইপের লিকেজ থেকে গতকাল শনিবার রাত ৮টার দিকে বিপ্লব উদ্যানের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এরপর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। পরে আগুন নিভানোর জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর কর্মী এবং ফায়ার সার্ভিসের লোকজন কাজ শুরু করেন। ২ ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান বলেন, আমরা ধারণা করছি টিঅ্যান্ডটির খোঁড়াখুড়িতে লাইন লিকেজ হয়েছে। লিকেজ থেকেই এ আগুন। আগুন লাগার পর দুই নম্বর গেট এলাকায় গ্যাস লাইন বন্ধ করে দিয়েছি। সবগুলো লাইন বন্ধ করে চেক করে ত্রুটিপূর্ণ লাইনটি খুজে বের করে মাটি খুঁড়ে সংস্কার করা হয়। এ সময় আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আব্দুল মালেক আজাদীকে বলেন, রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।