নগরীর দুই নম্বর গেট এলাকায় উল্টোপথে আসা একটি লেগুনায় ট্রেনের ধাক্কায় দুই যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পূর্ব মুরাদপুর ফকিরহাট সীতাকুণ্ড এলাকার মো. আজিজ ও হালিশহর এসওএস শিশু পল্লীর আমির হোসেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রেন আসার সময় উল্টোপথে একটি লেগুনা এবং রিকশা আসছিল। এ সময় হঠাৎ ট্রেনের ধাক্কায় লেগুনার সামনে থাকা দুই যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দুই নম্বর গেইট লেভেলক্রসিংয়ে ট্রেনের সাথে লেগুনার ধাক্কায় ২ জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেকে আনে। পরে চিকিৎসক তাদের ২৮ ও ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করান।
এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম বলেন, ট্রেন আসার সময়ে উল্টোপথের একটি লেগুনা রেললাইন অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় লেগুনার সামনে থাকা দুই যাত্রী আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।