এই সময়ের সুপরিচিত মডেল ও অভিনেত্রী সামিনা বাশার। বর্তমানে তিনি ব্যস্ত সোহেল তালুকদারে ‘ভ্যাজাইল্লা গ্রাম’ ও ‘ভেড়া পাত্র চাই’ ধারাবাহিক দুটি নিয়ে। প্রচারের অপেক্ষায় আছে সোহেল তালুকদার পরিচালিত একক নাটক ‘প্রেমের কসম’। নতুন করে আবার অংশ নিতে চলেছেন নির্মাতা ফরিদুল হাসানের ‘বাহানা’ ধারাবাহিকে। তাছাড়া চলচ্চিত্রেও কাজ করেছেন সামিনা বাশার। শিগগিরই তাকে দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে দেখা যাবে। র্যাব সদস্যরা কীভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত করে, সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। আপাতত সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়।