দুই দিনে আওয়ামী লীগের আয় ১১ কোটি ৪৩ টাকা

মনোনয়ন ফরম

| সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহীদের কাছে ফরম বিক্রি করে দুই দিনে ক্ষমতাসীন দলের আয় হলো ১১ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে দ্বিতীয় দিন গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১ হাজার ২১২টি ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ৬ কোটি ৬০ লাখ টাকা।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, এসব ফরমের মধ্যে ১ হাজার ১৮০টি কেনা হয়েছে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে সশরীরে। অনলাইনে ফরম নিয়েছেন ৩২ জন। খবর বিডিনিউজের।

মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে দিনভর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় ও আশেপাশের এলাকা ছিল লোকে লোকারণ্য। দলের পক্ষ থেকে ফরম নিতে আসার সময় ভিড় না করার অনুরোধ করা হলেও নেতারা অসংখ্য নেতাকর্মী নিয়ে আসেন। ভিড়ের কারণে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনবার চেষ্টা করেও কার্যালয়ে ঢুকতে না পেরে ফিরে যান।

দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর শনিবার প্রথম দিন ফরম বিক্রি হয় এক হাজার ৭৪টি। দলের আয় হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা।

আগামী ৭ জানুয়ারির এই নির্বাচনকে সামনে রেখে আরও দুদিন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত মনোনয়নের আবেদন জমা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রার্থীদের তথ্য চেয়ে ইসির চিঠি যাচ্ছে ব্যাংক-বীমা ও সেবা সংস্থায়
পরবর্তী নিবন্ধদল না করে, ত্যাগ-তিতিক্ষা ছাড়া মনোনয়ন পাওয়ার সুযোগ নেই