প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো দুইদিনের সফরে আগামী ২৯ ডিসেম্বর চট্টগ্রাম আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ ৫ জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন তিনি।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুইদিনের সফরে আগামী ২৯ ডিসেম্বর চট্টগ্রাম আসবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ওই দিন সন্ধ্যা ৬টায় তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চট্টগ্রাম সার্কিট হাউজে এসে পৌঁছাবেন। পরদিন ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম অঞ্চলের সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ৫ জেলাধীন সকল উপজেলা ও চট্টগ্রামের সকল থানা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার। ওইদিন বিকাল ৩টায় তিনি চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরির্দশন করবেন। সেদিন চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রি যাপন শেষে পরদিন ৩১ ডিসেম্বর সকাল ৮টায় চট্টগ্রাম থেকে সড়ক পথে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ১১টায় কুমিল্লা সার্কিট হাউজে আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত’ বিষয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
এই ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী আজাদীকে বলেন, প্রধান নির্বাচন কমিশনার আগামী ২৯ ডিসেম্বর চট্টগ্রাম আসবেন। পরদিন ৩০ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করবেন।