দুই দিনেও খোঁজ মেলেনি কর্ণফুলীতে ডুবে যাওয়া দুই মাসতুতো ভাইয়ের

কাপ্তাই ও রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ের চিৎমরম সীতারঘাটে কর্ণফুলী নদীতে গোসলে নেমে ডুবে নিখোঁজ দুই মাসতুতো ভাইয়ের সন্ধান ২ দিনেও মেলেনি। গত মঙ্গলবার দুপুর দেড়টার নদীতে ডুবে নিখোঁজ হন প্রিয়ন্ত দে (১৬) এবং শাওন দত্ত (১৭)। কাপ্তাই দমকল বাহিনীর ডিউটি অফিসার মো. নজরুল ইসলাম গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় জানান, ডুবুরিরা বুধবার (গতকাল) কর্ণফুলী নদীর সীতারঘাট থেকে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত ব্যাপক তল্লাশি করেন। কিন্তু ডুবে নিখোঁজ হওয়া তরুণদের পাওয়া যায়নি।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, নিখোঁজ তরুুণদের খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তবে বুধবার সন্ধ্যায় অন্ধকার নেমে আসলে সাময়িকভাবে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার (আজ) লাশ উদ্ধারে পুনরায় কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করা হবে।

গতকাল দুপুরে নিখোঁজ দুই তরুণের স্বজনরা সীতারঘাট এলাকায় অবস্থান করছিলেন। এ সময় নিখোঁজ প্রিয়ন্ত দের জেঠা তাপস দে বলেন, চট্টগ্রামের ভাটিয়ারি যাওয়ার কথা বলে তারা ঘর থেকে বের হয়। এখানে (কাপ্তাই) আসবে সেটা আমাদের জানায়নি। তারা বন্ধুরা চট্টগ্রামের পাথরঘাটা থেকে এক সঙ্গে হয়ে কাপ্তাই চলে আসে। আমরা তাদের নিখোঁজের বিষয়টা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি। এরপর খোঁজখবর নেয়া শুরু করি, ঘটনাস্থলে ছুটে আসি।

কাপ্তাই থানার ওসি মোহাম্মদ মাসুদ জানান, নিখোঁজ কিশোরদের অভিভাবকরা ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে ঘটনাস্থলে অবস্থান করছেন। পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত আছেন। লাশ উদ্ধার অভিযানে কোন ধরনের গাফিলতি করা হচ্ছে না বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে ৯ জনের একটি দল কাপ্তাই ঘুরতে আসে। একপর্যায়ে কর্ণফুলী নদীর সীতারঘাট এলাকায় ৩ বন্ধু গোসল করতে নেমে একজন নদীর পাড়ে উঠলে পারলেও প্রিয়ন্ত দে ও শাওন দত্ত পানিতে তলিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ছিনতাইকারীর কবলে বাস চালক গাড়ির ব্যাটারি, নগদ টাকা ও মোবাইল লুট
পরবর্তী নিবন্ধচাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজ