প্রায় দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হতে যাচ্ছে শিশু কিশোরদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। এক বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, নতুন কুঁড়ির রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১৫ আগস্ট, প্রতিযোগিতার আবেদন গ্রহণ করা হবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। পুরো দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে চলবে প্রাথমিক বাছাই চলবে। সেখান থেকে বিজয়ীরা যাবে বিভাগীয় বাছাই পর্বে। চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা হবে ঢাকা কেন্দ্রে।
প্রাথমিক বাছাই পর্বের ১৯টি অঞ্চলের কয়েকটি হল : ঢাকা–১ (ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জ), সিলেট (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ), চট্টগ্রাম–১ (চট্টগ্রাম ও কক্সবাজার), চট্টগ্রাম–২ (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি), চট্টগ্রাম–৩ (কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া), চট্টগ্রাম–৪ (নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী) জেলাসমূহের শিল্পকলা অ্যাকাডেমি প্রতিযোগিতার প্রাথমিক ভেন্যু নির্ধারিত হয়েছে। খবর বিডিনিউজের।
অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুক, সাধারণ নৃত্য বা উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান বা আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত ও হামদ–নাত এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ শাখার প্রতিযোগীদের বয়সসীমা হবে ৬ বছর থেকে ১১ বছরের মধ্যে। আর ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। নতুন কুঁড়ির ফাইনাল প্রতিযোগিতা আগামী ২ নভেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে হবে।