বাংলার সংগীতাঙ্গনে লোকগানের ফিউশন আর আবহ তৈরি করে নিজের অবস্থান গড়ে তোলেন হাবিব ওয়াহিদ। মাঝে কিছুটা সময় ফোকগানের আড্ডা থেকে দূরে থাকলেও গত বছরের শেষের দিকে তিনি কোক স্টুডিও বাংলার মঞ্চ মাতিয়েছেন বাউল শাহ খোয়াজ মিয়ার ‘মহা জাদু’ দিয়ে। এবার হাবিব নতুন করে ফিরছেন তার ক্যারিয়ারের শুরুতেই সঙ্গী হয়ে থাকা দুই শিল্পী কায়া ও হেলালকে নিয়ে। সমপ্রতি এক অনুষ্ঠানে হাবিব জানান, তিনি দুজনের জন্য তৈরি করছেন দুটি নতুন লোকগান। হাবিব বলেন, ফোক দিয়েই তো আমার শুরু। মাঝে নানা ধরনের গানে কাজ করেছি মৌলিক গান, অ্যালবাম, সিনেমার প্লেব্যাক।
ব্যস্ততার কারণে ফোকগান সেভাবে তৈরি হচ্ছিল না। কোক স্টুডিওতে অনেক দিন পর ফোকগানের সঙ্গে এক্সপেরিমেন্ট করার সুযোগ পেলাম। আমি নিজে ফোকগানের সঙ্গে অনেক কানেক্ট ফিল করি। মনে হয়, বাংলাদেশের মানুষও এই গানগুলোকে নিজেদের অন্তরে ধারণ করবে। সেই ধারাবাহিকতায় কায়া ও হেলালের সঙ্গে নতুন গান করছি।
তিনি আরো বলেন, কায়া ও হেলালের সঙ্গে দুটি সিঙ্গেল তৈরি হচ্ছে। দুটিই সম্পূর্ণ ফোক গান। গানগুলো প্রস্তুত হয়ে গেলে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। নতুন গান দুটি হাবিবের ইউটিউব চ্যানেল থেকে শ্রোতারা উপভোগ করতে পারবেন। হাবিবের ফোকগানের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল ২০০৩ সালের ‘কৃষ্ণ’ অ্যালবামে। কায়া সেই অ্যালবামে অংশ নিয়ে গানগুলোকে নতুন প্রাণ দিয়েছেন। বিশেষ করে ‘কৃষ্ণ’, ‘আমি কুলহারা কলঙ্কিনী’, ‘কেমনে ভুলিব আমি’, ‘কালা’ গানগুলো তৎকালীন শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এরপর দীর্ঘদিন হাবিব ও কায়া একসঙ্গে কোনো নতুন গান প্রকাশ করেননি। সেদিক থেকে প্রায় ২৩ বছর পর ফিরছে এই জুটি।












