দুই দরিদ্র পরিবারের মাঝে স্বপ্নযাত্রীর রিকশা উপহার

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

যাকাত হোক আয়ের উৎস’ স্লোগানে চট্টগ্রাম শহরে বসবাসকারী আর্থিকভাবে অসচ্ছল মো. রফিক ও মো. সেলিমের হাতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় রিকশা হস্তান্তর করা হয়। এ সময় আরফাত হোসাইন, আমিনুল ইসলামসহ সংগঠনের স্বেচ্ছাসেবী সাফায়েত রায়হান শিহাব, জাহেদ আলম, জামান চৌধুরী, ফজল কবির, আলমগীর, ইফাজ, ফজল করিম, শাহজান সিরাজ, জাবেদ, শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা বলেন, স্বপ্নযাত্রী অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের বিত্তবানদের অর্থায়নে তারা অসহায় মানুষদের সাহায্য করেন। দুই দরিদ্র পরিবারের মাঝে রিকশা উপহার দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ভবিষ্যতেও স্বপ্নযাত্রীর এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনতার ঘেরাও, ট্রাকসহ ৫০০ লিটার মদ রেখে পালাল পাচারকারী
পরবর্তী নিবন্ধপবিত্র কোরআনে মানবজীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা রয়েছে