দুই দফা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

দুটি মাদক মামলা

আজাদী প্রতিবেদন ম | রবিবার , ২১ মে, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার দুটি মাদকের মামলায় দুই দফা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. কুতুব উদ্দিনকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গতকাল শনিবার বিকালে র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এই তথ্য জানান। কুতুব উদ্দিন (৪২) চন্দনাইশ থানার বাইনঝুড়ি এলাকার মৃত ডা. গোলাম মাওলার ছেলে।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানিয়েছেন, ২০০৭ সালের ২০ জুন ও ২০০৯ সালের ২ মার্চ নগরীর কোতোয়ালী থানা এলাকায় থেকে আফিম, কোকেন ও গাড়িসহ মো. কুতুব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় দুটি মামলা হয়। কারাগার থেকে কয়েক মাস পর জামিনে বের হয়ে সে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

দীর্ঘদিন আদালতে হাজিরা না দিলেও আসামির অনুপস্থিতিতে আদালত পৃথক দুটি মামলায় কুতুব উদ্দিনকে দুই দফা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তিনি বলেন, কুতুব উদ্দিন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় অবস্থান করছেএই তথ্য পেয়ে শুক্রবার সকাল সাড়ে ১১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃক্সখলা বাহিনীর নিকট থেকে গ্রেপ্তার এড়াতে ১৪ বছর যাবত ঢাকা ও নারায়ণগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে আত্মগোপনে ছিল কুতুব উদ্দিন।

জিজ্ঞাসাবাদে কুতুব উদ্দিন জানিয়েছেন, জামিনে বের হয়ে আইনশৃক্সখলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে ২০১০ সালের দিকে ঢাকায় আত্মগোপন করেন। ঢাকায় বিভিন্ন পেশায় কাজ করেন। এক পর্যায়ে শাহবাগ এলাকায় বিভিন্ন গার্মেন্টস থেকে রিজেক্ট হওয়া পণ্য ক্রয় করে ঢাকা সিটিতে খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহের ব্যবসা করতেন। সেই পেশায় ১০ বছর জড়িত ছিলেন। পরিবারের সঙ্গে দেখা করার জন্য চট্টগ্রামে আসতেন না। পরিবার ঢাকা গিয়ে তার সঙ্গে দেখা করে আসত। এমনকি সরাসরি পরিবারের সঙ্গে মোবাইল ফোনেও যোগাযোগ করতেন না। পরে ব্যবসায় ক্ষতির পরিমাণ বেশি দেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চারপাঁচজনের শেয়ারে রেস্টুরেন্ট অ্যান্ড সুইটসের ব্যবসা শুরু করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সাপের কামড়ে স্কুল শি‌ক্ষিকার মৃত্যু
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় আবাসিক হোটেলে ভাঙচুর