দুই ট্রেনে নতুন বগিতে যাত্রা শুরু

যাত্রীদের ফুল দিয়ে বরণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:৩১ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম রুটের বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি সম্পূর্ণ কোরিয়ান নতুন কোচে যাত্রা শুরু করেছে। গতকাল বুধবার বিকাল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ১৮টি নতুন বগির সমন্বয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এ নতুন কোচের উদ্বোধন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান। এ সময় নতুন কোচের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এছাড়া সকাল ৯টায় সোনার বাংলার অবমুক্ত ইন্দোনেশিয়ার লাল সবুজের নতুন বগিতে যাত্রা করেছে চট্টগ্রামময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেসও। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান বলেন, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা আধুনিক নতুন কোচে চলাচল শুরু করেছে সোনার বাংলা এঙপ্রেস। একইসঙ্গে সোনার বাংলার অবমুক্ত ইন্দোনেশিয়ার লাল সবুজের আধুনিক কোচে চলাচল শুরু করেছে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসও। নতুন কোচে যাত্রীরা আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করেছেন বলেও জানান তিনি।

রেলওয়ের পরিবহন বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সোনার বাংলায় দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত যে মিটারগেজ কোচগুলো যুক্ত হবে সে কোচগুলো স্টেইনলেস স্টিল বডি, স্বয়ংক্রিয় স্লাাইডিং ডোর, বায়োটয়লেট, স্বয়ংক্রিয় ঘোষণাসহ নানা ধরনের আধুনিক সুযোগসুবিধা রয়েছে। নতুন কোচে যাত্রীদের ভ্রমণ হবে আরামদায়ক।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত নতুন ১৮ বগি নিয়ে সোনার বাংলা আজ (গতকাল) থেকে চলাচল শুরু করেছে। আগে সোনার বাংলায় ১৪ বগি ছিল। ১৪টি বগিতে ৫৮৪জন যাত্রী যেতে পারতেন। এখন আরো ৪টি অতিরিক্ত বগি যুক্ত করে ১৮ বগি নিয়ে চলছে। এখন বাড়তি ৪ বগিতে আরো ৩০৬ জন অতিরিক্ত যাত্রী সোনার বাংলায় যাতায়াত করতে পারছে। তিনি বলেন, চট্টগ্রামময়মনসিংহ রুটের বিজয় এঙপ্রেস এতোদিন চায়না সাদা বগিতে চলতো। সেটিও আজ থেকে সোনার বাংলার অবমুক্ত (ইন্দোনেশিয়ার বগি) লাল সবুজের আধুনিক বগিতে চলাচল শুরু করেছে। আগে বিজয় এঙপ্রেস চলতো ১৪ বগিতে। গতকাল বুধবার ১৬ বগি নিয়ে সকাল ৯টায় ট্রেনটি ছেড়ে গেছে। বাড়তি ২টি বগিতে আরো ১শ’ জনের মতো অতিরিক্ত যাত্রী যেতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধনগরীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রম উদ্বোধন